WHAT IS THE DIFFERENCE BETWEEN 'HOME' and 'HOUSE'?
'HOME' আর 'HOUSE'-এর মধ্যে পার্থক্য কী?
WHAT IS THE DIFFERENCE BETWEEN 'HOME' and 'HOUSE'?
We often get confused about the difference between and home. I can't decide which one to call home and which one to call home. Sometimes if I ask someone, where is the brother's house? The answer comes - home Comilla. This is because we do not know the difference between a home and a home.
Let's not know the difference between home and home:
In fact, house is temporary residence and home is permanent residence. If you rent in town, this is your home. Because it is temporary. Again, if you have your own house in the village, then that is your house.
Home-House
But home and home can be the same thing. Suppose, where you are renting is temporary for you so it is home for you. Again, it is permanent for the owner of the house. So your home is the house for that owner. Because the owner can give you up at any time and use the house himself.
For exactly the same reason we do not always say home in the case of birds. Because the habitat of birds is temporary. Any natural disaster or any other reason may destroy their habitat or they may have to change their habitat. They have no permanent residence. That's why we call it home all the time in the case of birds.
Hope you understand the difference between home and home. From now on, never tell anyone from your home, brother, I am at home!
*If you benefit from using our information, then it is in our best interest.
We are always ready to provide you with information or solutions*
BANGLA VERSION
'HOME' আর 'HOUSE'-এর মধ্যে পার্থক্য কী?
আমরা প্রায়ই এবং বাড়ির মধ্যে পার্থক্য নিয়ে কনফিউশনে পড়ে যাই । কোনটাকে বাসা বলবো আর কোনটাকে বাড়ি বলবো তা ঠিক করতে পারিনা । মাঝে মাঝে তো কাউকে যদি প্রশ্ন করি, ভাই বাড়ি কোথায় ? উত্তর আসে - বাসা কুমিল্লা । এমনটা হওয়ার কারণ, আমরা বাসা-বাড়ির মাঝে যে পার্থক্য আছে, তা জানি না ।
আসলে বাসা (house) হচ্ছে অস্থায়ী আবাস আর বাড়ি (home) হচ্ছে স্থায়ী আবাস । আপনি যদি শহরে ভাড়া থাকেন তবে এটি আপনার বাসা । কারণ এটি অস্থায়ী । আবার আপনার যদি গ্রামে নিজেদের ঘরবাড়ি থাকে তাহলে ওইটা হচ্ছে আপনাদের বাড়ি ।
বাসা-বাড়ি
তবে বাসা এবং বাড়ি একই জিনিস হতে পারে । মনে করুন, আপনি যেখানে ভাড়া আছেন সেটি আপনার জন্য অস্থায়ী সুতরাং সেটি আপনার জন্য বাসা । আবার ওই বাড়িটির যিনি মালিক তার জন্য সেটি কিন্তু স্থায়ী । তাই আপনার বাসাটিই ওই মালিকের জন্য বাড়ি। কারণ মালিক আপনাকে যেকোন সময় তুলে দিতে পারে এবং নিজেও ওই বাড়িটি ব্যবহার করতে পারে ।
ঠিক একই কারণে আমরা সব সময় পাখিদের ক্ষেত্রে বাসা বলি বাড়ি বলি না। কারণ পাখিদের আবাসস্থল অস্থায়ী। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে তাদের আবাসস্থল নষ্ট হয়ে যেতে পারে বা তাদেরকে তাদের আবাসস্থল পরিবর্তন করতে হতে পারে। তাদের স্থায়ী কোনো আবাসস্থল নেই। এজন্যই আমরা পাখিদের ক্ষেত্রে সব সময় বাসা বলি ।
আশা করি বাসা এবং বাড়ির মাঝে পার্থক্য বুঝতে পারছেন। এখন থেকে নিজ বাড়িতে থেকে আর কাউকে কখনো বলবেন না, ভাই আমি তো বাসায় আছি!
0 মন্তব্যসমূহ