What was the ancient name of Bangladesh?
বাংলাদেশের প্রাচীনকালের নাম কী ছিলো?
ANCIENT BENGAL |
What was the ancient name of Bangladesh?
To know the answer to this question, one must first look at the Mahabharata.
The history of this Bengal is not a new history of today, the history of this Bengal started more than four thousand years ago.
The deep sea of Bengal is full of historical heroism.
The early history of this country was a different one, a struggle for supremacy and empire between Hindus and Buddhists. From time to time it was as if the procession of death had increased.
Islam originated in this country around 6th to 7th century. If one wants to know the history of Bangladesh, he has to know the whole history of four thousand years. This is not a small history, it is the story of Hindus, Buddhists, Muslims or Aryans. At each level there is a huge memoir. At that time this Bengal was mixed with India.
There is confusion among many about the history of Bangladesh, the identity of the Bengali nation is Shankar or mixed caste. This "Bangla" was named by Sultan Ilyas Shah.
The oldest settlement in Bengal is Pundra, which indicates Rangpur, Dinajpur, Rajshahi or the northern region. The capital was Mahasthangarh or Pundra Nagar.
Mymensingh and Faridpur were called Banga. Another region of North Bengal was called Barindra which belonged to Pundra.
Chapainawabganj and Malda Nadia and Mushidabad in West Bengal were called Gaur.
At that time Comilla and Noakhali were called Samatat, the capital of which was Kamta.
Sylhet and the Chittagong Hill Tracts were known as Harikela.
The original inhabitants of Bangladesh were Vel, Santal, Kol, Mundra.
Austri and Veddi were used as homes for the primitive people.
The indigenous peoples of Bangladesh are Ostric, Dravidian and Aryan
The present territory of Bangladesh is called East Pakistan before 1971. And before 1947, his name was East Bengal.
This region of Bengal (East and West together) was called Bengal Subah during the Mughal period before the arrival of the British.
References to undivided Bengal before Islamic rule are found in the descriptions of the Greeks. There the region is identified as Gangaridaya.
However, the earliest mention of undivided Bengal is in the Mahabharata.
This is the map of the whole of India mentioned in the Mahabharata. All the ancient names are mentioned here. If you enlarge the present Bangladesh region on this map, it is understood that the name of this region was Bengal.
BANGLA VERSION BELOW
বাংলাদেশের প্রাচীনকালের নাম কী ছিলো?
এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে অভিভক্ত মহাভারত এর দিকে নজর দিতে হবে।
এই বাংলার ইতিহাস তো আজকের নতুন কোন ইতিহাস নয়, চার হাজারেরও বেশি সময় পূর্বের থেকে এই বাংলার ইতিহাসের শুরু।
বাংলার যে গভীর সমুদ্র তুল্য চাঞ্চল্যে ভরা ঐতিহাসিক বীর গাঁথা রয়েছে।
এদেশের শুরুর ইতিহাসটা ছিলে এক ভিন্ন রকমের, হিন্দু আর বুদ্ধদের মধ্যে আধিপত্য আর সাম্রাজ্যের লড়াই। সময় সময় যেন মৃত্যুর মিছিল কে বাড়িয়ে দিয়েছিল।
6 থেকে 7 শতকের দিকে এদেশে ইসলামের সূত্রপাত ঘটে। কেউ যদি বাংলাদেশের ইতিহাস জানতে চায় তবে তাকে চার হাজার বছরের পুরো ইতিহাস সম্পর্কে জানতে হবে। এ কোন ছোটখাট ইতিহাস নয়, হিন্দু বৌদ্ধ মুসলিম কিংবা আর্য অনার্যদের ইতিকথা। প্রত্যেকটা স্তরে রয়েছে এক একটি বিশাল স্মৃতিকথা। তখনকার সময়ে এই বাংলা ছিল ভারতের সঙ্গে মিশে।
অনেকের মাঝেই বাংলাদেশের ইতিহাস নিয়ে বিভ্রান্তি রয়েছে, বাঙালি জাতির পরিচয় শংকর বা মিশ্র জাত। এই "বাংলা" নামকরণ করেন সুলতান ইলিয়াস শাহ।
এই বাংলার সবচেয়ে প্রাচীন জনপদটি হল পুন্ড্র, যা রংপুর , দিনাজপুর, রাজশাহী কিংবা উত্তর অঞ্চলের নির্দেশ করে। আর রাজধানী ছিল মহাস্থানগড় বা পুণ্ড্র নগর।
ময়মনসিংহ এবং ফরিদপুর কে বঙ্গ বলা হত। উত্তরবঙ্গের আরেকটি অঞ্চল কে বলা হতো বরেন্দ্র যা ছিল পুণ্ড্র এরই অন্তর্গত।
চাঁপাইনবাবগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদহ নদীয়া ও মুশিদাবাদ কে বলা হত গৌড়।
তখনকার সময়ে কুমিল্লা ও নোয়াখালী কে বলা হত সমতট, যারা রাজধানী ছিল বড় কামতা।
হরিকেল নামে পরিচিত ছিল সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল।
বাংলাদেশের আদি অধিবাসী ছিল ভেল, সাঁওতাল, কোল, মুন্ড্র ।
আদি জনগোষ্ঠীর বাসায় হিসেবে ব্যবহৃত হতো অস্ট্রিক ও ভেদ্দি ।
বাংলাদেশের আদি জনগোষ্ঠী উৎপত্তি হয়েছে অসস্ট্রিক, দ্রাবিড় ও অ্যার্যা
বর্তমানে যে অঞ্চলের নাম বাংলাদেশে ১৯৭১ সালের পূর্বে তার নাম ছিল পূর্ব পাকিস্তান। আর ১৯৪৭ সালের পূর্বে তার নাম ছিল পূর্ব বাংলা।
ব্রিটিশরা আসার পূর্বে মোঘল আমলে বাংলার ( পূর্ব এবং পশ্চিম একসাথে) এই অঞ্চলের নাম ছিল বাংলা সুবাহ।
ইসলামী শাসনের পূর্বের অবিভক্ত বাংলা দেশের উল্লেখ পাওয়া যায় গ্রীক দের বর্ণনায়। সেখানে এই অঞ্চলকে গঙ্গারিদায় বলে চিহ্নিত করা হয়েছে।
তবে অবিভক্ত বাংলার সর্ব প্রাচীন উল্লেখ আছে মহাভারতে।
এটি মহাভারতে উল্লিখিত অখণ্ড ভারতের মানচিত্র। এখানে সমস্ত প্রাচীন নাম গুলো উল্লেখ করা হয়েছে। এই মানচিত্রে বর্তমান বাংলাদেশ অঞ্চলটি বড় করে দেখলে বোঝা যাচ্ছে, এই অঞ্চলের নাম ছিল বঙ্গ।
*আপনি যদি আমাদের তথ্য ব্যবহার করে উপকৃত হন, তাহলে এটিই আমাদের স্বার্থকতা ।
আমরা সবসময় আপনাকে তথ্য বা সমাধান দিতে প্রস্তুত*
0 মন্তব্যসমূহ