WHAT IS MAGIC YARN AND WHERE IS IT USED ? ম্যাজিক সুতা কী এবং এর ব্যবহার কোথায় হয়ে থাকে ?

What is Magic Yarn and where is it used? 
ম্যাজিক সুতা কী এবং এর ব্যবহার কোথায় হয়ে থাকে ? 

MAGIC THREAD


What is Magic Yarn and where is it used? 


Magic yarn is a special type of yarn made by soaking in water that melts and disappears or breaks on its own.

The water soluble thread is made from a synthetic polyvinyl alcohol (PVA) material that artisans and craft lovers are finding as a valuable time-saving tool for many craft processes. This intelligent product can be used in a variety of applications and dissolves easily in hot water.

What happens with this yarn?

In order to sew clothes properly, we sometimes have to make some temporary stitches, which we call baldness. Georgette or linen fabrics are especially troublesome when sewing. So to avoid trouble, it is much easier to sew clothes in a special place with bald stitches. Next with permanent stitches we open the temporary stitches or bald stitches again. While it doesn't take much time to open bald stitches from one or two fabrics, when we sew thousands of pieces of garments in garments, it takes time to remove the temporary stitches from them! So to save time, the temporary stitches are given with 'magic thread'. So that while washing the clothes, the temporary stitches open by themselves soaking in water.


 Where is the magic thread available?

'Magic Yarn' is available at all stores that sell Garment Accessories. However, this yarn is quite expensive, so you can not get it in small shops.  

*If you benefit from using our information, then it is in our best interest.

We are always ready to provide you with information or solutions*

BANGLA VERSION

ম্যাজিক সুতা কী এবং এর ব্যবহার কোথায় হয়ে থাকে ? 

ম্যাজিক সুতা হচ্ছে, বিশেষ প্রক্রিয়ায় তৈরী এক ধরনের সুতা যা পানিতে ভিজালে গলে গিয়ে অদৃশ্য হয়ে যায় বা নিজে নিজেই ছিঁড়ে যায়।

জল দ্রবণীয় থ্রেড একটি সিন্থেটিক পলিভিনাইল অ্যালকোহল (PVA) উপাদান থেকে তৈরি করা হয় যা কারিগর এবং কারুশিল্প প্রেমীরা অনেকগুলি কারুশিল্প প্রক্রিয়ার জন্য একটি মূল্যবান সময় বাঁচানোর হাতিয়ার হিসাবে খুঁজে পাচ্ছেন। এই বুদ্ধিমান পণ্যটি বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে এবং গরম পানিতে সহজেই দ্রবীভূত হয়।


এই সুতা দিয়ে কী হয়?

জামা-কাপড় সঠিক ভাবে সেলাই করার প্রয়োজনে আমাদেরকে মাঝে মধ্যে কিছু অস্থায়ী সেলাই দিতে হয়, যেগুলোকে আমরা টাক দেওয়া বলি। বিশেষ করে জর্জেট কিংবা লিলেন কাপড়গুলো সেলাইয়ের সময় বেশ ঝামেলায় পড়তে হয়। তাই ঝামেলা এড়াতে বিশেষ বিশেষ জায়গায় টাক সেলাই দিয়ে নিলে কাপড়গুলো সেলাই করা অনেকটা সহজ হয়ে যায়। পরবর্তীতে স্থায়ী সেলাই দিয়ে আমরা আবার অস্থায়ী সেলাইটা বা টাক সেলাইটা খুলে ফেলি। একটা বা দুটো কাপড় থেকে টাক সেলাইগুলো খুলতে উল্লেখযোগ্য সময় ব্যয় না হলেও আমরা যখন গার্মেন্টেসে হাজার হাজার পিস কাপড় সেলাই করি, সেগুলো থেকে অস্থায়ী সেলাইগুলো খুলে ফেলা সময় সাপেক্ষ ব্যাপার! তাই সময় বাঁচাতে অস্থায়ী সেলাইগুলো 'ম্যাজিক সুতা' দিয়ে দেওয়া হয়। যাতে করে কাপড় ওয়াস করার সময় অস্থায়ী সেলাইগুলো নিজে নিজেই পানিতে ভিজে খুলে যায়।

 ম্যাজিক সুতা কোথায় পাওয়া যায়?

গার্মেন্টস অ্যাকসেসরিজ বিক্রি করে এমন সকল দোকানেই 'ম্যাজিক সুতা' কিনতে পাওয়া যায়। তবে এই সুতাটা বেশ দামী বিধায় ছোট ছোট দোকানগুলোতে নাও পেতে পারেন।


*আপনি যদি আমাদের তথ্য ব্যবহার করে উপকৃত হন, তাহলে এটিই আমাদের স্বার্থকতা ।

আমরা সবসময় আপনাকে তথ্য বা সমাধান দিতে প্রস্তুত*

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ